এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি

১) এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি মটরের বিদ্যুৎ খরচ কমানোর যন্ত।এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি মটরের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং মটরের কারেন্ট গ্রহন কমায়।এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি মটরের তাপমাত্রা কমায় সেহেতু মটর পোড়া থেকে রক্ষা করে।
২) এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি ইন্ডাকশন মটরের সোর্স লাইনে সংযুক্ত করিয়া মটর চালালে বিদ্যুৎ খরচ কমে যায়।ইন্ডাকশন মটরের গ্রহনকৃত বৈদ্যুতিক লোড কে রেজিস্ট্রিভ লোডে রুপান্তরিত করে।মটরের গ্রহনকৃত বিদ্যুৎকে ইউনিট পাওয়ারে রুপান্তরিত করে।
৩) এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি ইউকে প্রযুক্তিতে তৈরি। ইহা রোদ বৃষ্টি ঝরের মাঝে রেখে চালানো যায়। এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি ব্যবহার খুবই সহজলভ্য, ইহার কোনো রক্ষণাবেক্ষণ প্রয়োজন নেই।ইহার জীবনকাল ১০ বছরের অধিক।
৪) যেকোনো কারখানার সকল ইন্ডাকশন মটরের সংঙ্গে এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি সংযুক্ত করিয়া মটর চালালে, মটর বেধে ১০% থেকে ৩৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় হয়। বিভিন্ন কম্পানির মটর প্রকারভেদে উক্ত ফলাফল দেখা যায়। একটি কারখানার সকল ইন্ডাকশন মটরে এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি মটরের সংঙ্গে সংযুক্ত করিয়া মটর চালালে মিনিমাম ২০% বিদ্যুৎ খরচ কমাতে সক্ষম।
৫) বাংলাদেশের অনেক শিল্প কলকারখানায় এযাবৎকাল ব্যবহার করে শিল্প কলকারখানার বিদ্যুৎ খরচ কমাতে সক্ষম হয়েছে । এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।
৬) এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান মেগা শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড সরবরাহ করছে।এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি ১০০% পরিক্ষীত, ডুয়েটের সার্টিফিকেট প্রাপ্ত ।
৭) এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি শুধু মাত্র শিল্প কলকারখানার বিদ্যুৎ উন্নয়নে, বিদ্যুৎ খরচ কমাতে, বিদ্যুৎ অপচয় রোধে, বিদ্যুৎ বিল কমাতে, বিদ্যুৎ সিস্টেম লচ কমাতে দেশের উন্নয়নের অংশ হিসেবে পরিচিত মেগা শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ব্যবস্থাপনায় বাংলাদেশের সকল শিল্প কলকারখানায় ব্যবহার করার লক্ষ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি এর মূল্য খুবই কম, আমরা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে সরবরাহ করছি।এনার্জি সেইভিং ডিভাইস ইএসডি পেতে যোগাযোগ করুন মেগা শক্তি ইঞ্জিনিয়ারিং লিমিটেড
মোবাইল নম্বর 01781464510. # #electrician #electronics #ElectricalEngineering #Current #electrical #electric
  • it's NOT ok to contact this poster with services or other commercial interests

  • PostingID: 325951
Contact Seller


Apps
About Faxo